না, বিমানবন্দরে পাকিস্তান দলের আগমনের সময় পাকিস্তান বিরোধী কোন স্লোগান উঠেনি
৫ অক্টোবর তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আন্তর্জাতিক ক্রিকেট দলগুলো ইতিমধ্যে পা রেখেছে ভারতের মাটিতে। ২৭ সেপ্টেম্বর তারিখে হায়দেরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এই প্রসঙ্গে বিমানবন্দরে পাকিস্তান ক্রিকেট দলের অবতরণের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বিমানবন্দরে পাকিস্তানি খেলোয়াড়দের সামনে উঠলো পাকিস্তান মুর্দাবাদ স্লোগান। ২০ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে অধিনায়ক বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নওয়াজ এবং ইমাম-উল-হক সহ পাকিস্তানি ক্রিকেটাররা, বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে তাদের পাহারা দিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছেন। একজন পুলিশ কর্মকর্তাকে পাকিস্তানি ক্রিকেটারদের ভিডিও রেকর্ড করতে দেখা গেছে।
ভিডিওটি শেয়ার করে ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন,” পাকিস্তান মুর্দাবাদ শ্লোগান উঠল যখন পাকিস্তান (teππorist ) দল ভারতে পৌঁছল এই আমাদের সাহসী জনসাধারণ। আমি তাদের প্রণাম করি।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। বিমানবন্দরে পাকিস্তানি খেলোয়াড়দের দেখে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান লাগানোর দাবিটি ঠিক নয়।
তথ্য যাচাইঃ
ভিডিওর সত্যতা যাচাই প্রক্রিয়া আমরা গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে শুরু করি। ফলে, মুখ্যধারার বিভিন্ন প্রতিবেদন জানতে পারি, যখন পাকিস্তানি জাতীয় দলের খেলোয়াড়রা বিমানবন্দরে থেকে বেরোচ্ছিলেন সেই সময় মোহাম্মদ বাশির বোজাই নামের পাকিস্তানি ব্যাক্তি পাকিস্তানের জাতীয় পতাকা উড়িয়েছিল। তৎক্ষণাৎ, সেই ব্যাক্তিকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল। তার ভ্রমণ নথি, টিকিট এবং পরিচয়পত্র দেখার পর কর্তৃপক্ষ সন্তুষ্ট হওয়ার পরে তাকে ছেড়ে দেন। মোহাম্মদ বাশির বোজাই নামের এই ব্যাক্তি বাশির চাচা নামে ক্রিকেট ভক্ত মহলে বেশ পরিচিত। বাশির চাচা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিত্ব রয়েছে। তিনি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিশাল ভক্ত। বিগত অনেক ম্যাচে তাকে ধোনির সমর্থনে উল্লাস করতে দেখা গিয়েছে।
প্রতিবেদন | আর্কাইভ |
কোন প্রতিবেদনেই পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দেওয়ার উল্লেখ পাওয়া যায় না। প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে, এখানে।
যদি এরকম কোন স্লোগান উঠে থাকতো তাহলে তা অবশ্যই গণমাধ্যমগুলোতে প্রকাশ পেত। কিন্তু কোন প্রতিবেদনেই এর অনুপস্থিতি ভিডিওতে শূনতে পাওয়া ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান নিয়ে মনে সংশয় জাগায়।
বিশ্বকাপকে কেন্দ্র করে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বিমানবন্দরে নামার এবং সেখান থেকে বের হওয়ার ভিডিও গুলো খুঁজে দেখতে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, ‘দি ইকোনমিক্স টাইমস’-এর চ্যানেলে ভাইরাল এই ভিডিওর দীর্ঘ সংস্করণটি পাওয়া যায়। ২৭ সেপ্টেম্বর, তারিখে আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা হয়েছে,” হায়দেরাবাদ বিমানবন্দরে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল।“ ২মিনিট ৬ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওর ১:১৮ মিনিটের পর থেকে ২০ সেকেন্ড ভাইরাল ফেসবুক পোস্টের অংশ। দীর্ঘ এই ভিডিওর কোথাও ‘পাকিস্তান মুর্দাবাদ’ বা অন্য কোন স্লোগান শোনা যায়না।
কড়া নিরাপত্তার মধ্যে পাকিস্তান ক্রিকেট দলের ভারতে আসার অন্যান্য ভিডিও গুলোতেও ‘পাকিস্তান মুর্দাবাদ’-স্লোগান শূনতে পাওয়া যায়না।
হিন্দুস্তান টাইমস-এর ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওটিও দেখুন নিচেঃ
উপরোক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগানটি ডিজিটালি কারুকার্যের মাধ্যমে ভিডিওর সাথে যুক্ত করা হয়েছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। বিমানবন্দরে পাকিস্তানি খেলোয়াড়দের দেখে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান লাগানোর দাবিটি ঠিক নয়।
Title:না, বিমানবন্দরে পাকিস্তান দলের আগমনের সময় পাকিস্তান বিরোধী কোন স্লোগান উঠেনি
Written By: Nasim AkhtarResult: Altered